Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৮

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে বিশেষ অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজ্ঞাপন

সূত্র জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। আটক ট্রাকটি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

এ প্রসঙ্গে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘চোরাকারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএস

জব্দ জিরা ট্রাক দেড় কোটি টাকা ভারতী হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর