ফরিদপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘চোর-ডাকাতদের আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। চোরের বদলে চোরকে, ডাকাতের বদলে ডাকাতকে ক্ষমতায় আনলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। প্রকৃত পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ-বিএনপিসহ অতীতের বিভিন্ন সরকারের শাসন দেখেও সাধারণ মানুষ ভাগ্যের পরিবর্তন পায়নি। ‘আগে এক দল চাঁদাবাজি করত, এখন আরেক দল করছে। আগে এক দল ধর্ষণ করত, এখন আরেক দল করছে। কেবল হাত বদল হয়েছে, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্র মানে সরকারের জবাবদিহিতা। রাষ্ট্রের একটি প্রাণীও যদি না খেয়ে মারা যায়, তবে সরকারের জবাবদিহি করতে হবে। কিন্তু আজ রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। আদালত ব্যবস্থাও রাজনৈতিক প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারি দলে থাকলে অপরাধীর বিচার হয় না, আর বিরোধী দলে থাকলে নির্দোষ হলেও কারাগারে ধুঁকে মরতে হয়।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান মানেন না অথচ সংবিধানের দোহাই দেন। সরকার পরিবর্তনের তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি।’
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামাল। এতে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ জালালউদ্দিন, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।