Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় স্পিডবোট ডুবে নারীর মৃত্যু, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৬

প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোটের তলা ফেটে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের চরমঈনূট ঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম দুর্গা রানী রায় (৫৭)। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী।

দুর্ঘটনায় নিহত দুর্গা রানী রায়ের তিন বছরের নাতি লক্ষণ রায়ও আহত হয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চরভদ্রাসনের বালিয়াডাঙ্গী গ্রামের আবু দাউদের স্ত্রী মারিয়াকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের বাসিন্দা মাসুদ আলম জানান, পদ্মা নদী পারাপারের সময় স্পিডবোটে সাধারণত ১২ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও দুর্ঘটনাকবলিত স্পিডবোটে ১৮ জন যাত্রী নেওয়া হয়েছিল। অতিরিক্ত যাত্রীবহন, নদীর স্রোত এবং ঢেউয়ের কারণেই স্পিডবোটের তলা ফেটে উল্টে এই দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ননী গোপাল হালদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত একজন ও আহত আটজনকে নিয়ে আসা হয়। এর মধ্যে আহত মারিয়ার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলটি ঢাকার দোহার উপজেলার মধ্যে পড়েছে। সংবাদ পাওয়ার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন বলেও জানান।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর