Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত‎

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০

‎বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে শ্যামলী পরিবহনের বাসের চাপায় নিজামুদ্দিন পলাশ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত নিজামুদ্দিন পলাশ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত পলাশ কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ নিহত হন। ঘটনার পরপরই বাসটি আটক করা হলেও তাৎক্ষণিক চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর