Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বেনাপোলের হাফিজুরের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৭

হাফিজুর রহমান।

বেনাপোল: ইউরোপের সাইপ্রাসে নির্মানাধীন ভবনে কাজের সময় ছাদ থেকে পড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

মৃতের স্বজনেরা জানান, হাফিজুর তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে গত ৯ সেপ্টেম্বর সাইপ্রাসে চলে যায়। প্রবাসে যেতে তার খরচ হয়েছে ১২ লাখ টাকা। এর মধ্যে ৭ লাখ তিনি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। বিদেশে পৌছে ১৭ সেপ্টেম্বর একটি ঠিকাদার প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম দিনেই কাজ করার সময় ৭ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে মারা যান।

বিজ্ঞাপন

প্রতিবেশিরা জানান, বেনাপোল স্থলবন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দুরে ভারত সীমান্তবর্তী পুটখালী গ্রাম। এক সময় ভারতীয় গরু পারাপার ছিল পুটখালী গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস। সীমান্তে কড়াকড়ির কারণে প্রায় ৬ বছর ধরে বন্ধ গরু আসা। সংসার চালাতে তাই এখানকার অনেকে পাড়ি জমাচ্ছেন বিদেশে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবারকে সরকারি আর্থিক সহয়তা করা হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে দ্রুত আবেদন করতে হবে। দ্রুত যাতে তার মরদেহ দেশে ফেরত আনতে সকল সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

সারাবাংলা/এনজে

প্রবাসী সাইপ্রাস

বিজ্ঞাপন

ইরান-রাশিয়ার পারমাণবিক চুক্তি সই
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৯

আরো

সম্পর্কিত খবর