ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বিতর্কিত এক উদযাপন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। পাকিস্তান পেসার হারিস রউফ সেই উদযাপনের জেরে এবার বড় শাস্তি পেলেন। ফাইনালের আগে জানা গেল, ওই ম্যাচে বিমান বিধ্বস্তের উদযাপন করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা ও সতর্ক করা হয়েছে রউফকে।
কাশ্মীরে গত এপ্রিলে হয়ে যাওয়া সংঘাতের সময় ভারত-পাকিস্তান দুই দেশেরই বেশ ক্ষতি হয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতের ৬টি রাফায়েল বিমান ভূপাতিত করেছেন তারা।
সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ চলার সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন হারিস। এক পর্যায়ে তিনি হাতের ৬ আঙুল দেখিয়ে বিমান ভূপাতিত করার ইঙ্গিত দেন। আর এতেই বেজায় চটেছিল ভারত, ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছিলেন তারা।
সেই অভিযোগের ভিত্তিতেই রউফের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। এরই সঙ্গে তাকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
ওই ম্যাচে আরেকটি উদযাপনের জন্য সাহিবজাদা ফারহানকে জরিমানা না করলেও সতর্ক করেছেন ম্যাচ রেফারি।
এদিকে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক মন্তব্য করায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।