Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু

সারাবাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭

কেক কেটে ‘সনি এক্সপো ২০২৫’-এর উদ্বোধন করা হচ্ছে।

ঢাকা: বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেক কেটে যৌথভাবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনিসাউথ ইষ্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‘সনি এক্সপো ২০২৫’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনি’র সকল সর্বশেষ মডেলের টিভি- ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার- ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম-আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোন এর প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ। এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম- বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন- এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ শেষ হবে শনিবার (২৭ সেপ্টেম্বর)। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

বর্তমানে সারাদেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

সারাবাংলা/এনজে

সনি

বিজ্ঞাপন

ইরান-রাশিয়ার পারমাণবিক চুক্তি সই
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৯

আরো

সম্পর্কিত খবর