যখন থেকেই আয়োজক দেশের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, তখন থেকেই ফিফা বিশ্বকাপ নিয়ে জেগেছে নানা শঙ্কা। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। ঠিক এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন, বদলে যেতে পারে বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যু।
ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কিছু ম্যাচ তিনি সেসব শহর থেকে সরিয়ে নেবেন, যেগুলোকে তিনি ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ মনে করেন।
৪৮ দল নিয়ে আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ শহরে হবে বিশ্বকাপের ২৩তম আসর। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভেন্যুই ১১টি।
বিশ্বকাপের প্রকাশিত সূচি অনুযায়ী, সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে ও সিয়াটলের লুমেন ফিল্ডে ৬টি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এই দুই ভেন্যুতে খেলা আয়োজন করা নিয়েই জেগেছে শঙ্কা। ট্রাম্প জানিয়েছেন, ‘এই শহরগুলোতে উগ্র বামপন্থী আছে, যারা জানেই না যে তারা ঠিক করছে। যদি কোনো শহর সামান্য হলেও বিপজ্জনক মনে হয়, আমরা সেখানে ম্যাচ হতে দেব না। প্রয়োজনে অন্য শহরে সরিয়ে নেওয়া হবে ম্যাচগুলো। তবে আশা করি সেটা শেষ পর্যন্ত করতে হবে না।’
আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।