Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
রান আউট হলেও শানাকাকে কেন আউট দেননি আম্পায়ার?

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫

আউট হয়েও আউট হননি শানাকা

টানটান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে শ্রীলংকাকে হারিয়েছে ভারত। সুপার ফোরের শেষ ম্যাচে রোমাঞ্চের পাশাপাশি উঠেছে বড় এক বিতর্কও। সুপার ওভারে পরিষ্কার স্ট্যাম্পিং হলেও আউট দেওয়া হয়নি শ্রীলংকান ব্যাটার দাসুন শানাকাকে!

কিন্তু আউট হয়ের কীভাবে নট আউট ছিলেন শানাকা? ঘটনাটি সুপার ওভারের চতুর্থ বলের। ভারতের আর্শদীপ সিংয়ের বলে শানাকা উইকেটকিপার স্যামসনের হাতে ক্যাচ দিয়েছেন বলেই অনফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন।

শানাকা সেই সময় বাই রান নেওয়ার চেষ্টা করেন। তবে নন-স্ট্রাইকার আগ্রহ না দেখানোয় ক্রিজে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে তার আগেই স্যামসনের আন্ডার-আর্ম থ্রো সরাসরি স্টাম্পে লাগে। রিপ্লেতে দেখা যায়, শানাকা স্পষ্টতই ক্রিজের বাইরে ছিলেন, ফলে রান আউট হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কিন্তু নিয়ম অনুযায়ী, আম্পায়ার যখন একজন ব্যাটারকে আউট ঘোষণা করেন তখনই সেটা ডেড বল হিসেবে গণ্য হয়। আম্পায়ারের দেওয়া ক্যাচ আউটের বিপক্ষে রিভিউ নেন শানাকা। রিভিউতে দেখা যায়, বল ব্যাটেই লাগেনি!

এতে আম্পায়ার তার আউটের সিদ্ধান্ত থেকে সরে আসেন। আইসিসির ২০.১.১.৩ ধারা এবং ৩.৭.১ ধারায় বলা আছে— অনফিল্ড আম্পায়ারের আউট ঘোষণার মুহূর্তেই বল ডেড হিসেবে গণ্য হবে, এমনকি রিভিউতে সিদ্ধান্ত বদলালেও সেই মুহূর্তে ঘটে যাওয়া অন্য কোনো ঘটনাকে গণ্য করা যাবে না।

এই নিয়মের সুবাদেই রান আউট হয়েও প্যাভিলিয়নে ফিরতে হয়নি শানাকাকে। যদিও পরের বলেই আউট হয়েছেন তিনি।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ দাসুন শানাকা ভারত-শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর