Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে বিশ্বে ১৭তম দূষিত শহর ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকায় বায়ুর মান আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে এসেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর প্রকাশিত তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ঢাকার স্কোর দাঁড়িয়েছে ৭৮। এই মাত্রা ‘Moderate’ বা মাঝারি দূষণের মধ্যে ধরা হয়। যদিও এটি মারাত্মক নয়। তবে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা অ্যালার্জি সমস্যায় ভোগা মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ১৭তম। তালিকার শীর্ষে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, যেখানে AQI স্কোর দাঁড়িয়েছে ১৯০। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (১৭৫) এবং তৃতীয় স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (১৫৮)। তুলনামূলকভাবে ঢাকার স্কোর কিছুটা নিচে হলেও রাজধানীর জনসংখ্যার ঘনত্ব, অব্যবস্থাপনা ও নগরায়নের চাপের কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) মূলত বাতাসে থাকা ক্ষতিকর উপাদান যেমন ক্ষুদ্র কণিকা (PM2.5, PM10), নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ওজোনের উপস্থিতির ভিত্তিতে নির্ধারণ করা হয়।

০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ (Hazardous)

ঢাকার বর্তমান স্কোর ৭৮ ‘মাঝারি’ হিসেবে ধরা হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন—এই মাত্রাটিও সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

পরিবেশবিদদের মতে, ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো—

-অতিরিক্ত যানবাহনের ধোঁয়া

-শিল্পকারখানা ও ইটভাটার নির্গমন

-নির্মাণকাজের ধুলাবালি

-নগরায়নের অনিয়মিত প্রসার

এ ছাড়া, মৌসুমি পরিবর্তনও বায়ুর মানের ওপর বড় প্রভাব ফেলে। শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে AQI দ্রুত বেড়ে যায়, আর বর্ষাকালে সাময়িকভাবে কমে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, AQI ৭৮ যদিও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত, তবুও শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য ঝুঁকি রয়েছে। তাদের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, সবাইকে অপ্রয়োজনীয়ভাবে বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীরা জোর দিচ্ছেন, রাজধানীতে বায়ুদূষণ রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি। বিশেষত পরিবহন খাতে নির্গমন নিয়ন্ত্রণ, শিল্পকারখানা আধুনিকায়ন এবং নির্মাণকাজে নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ু মান উন্নত করতে হলে—গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন,নির্মাণকাজে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ,,ইটভাটা ও শিল্পকারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার,সবুজ এলাকা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা অপরিহার্য।

তাদের দাবি, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতি না নিলে অদূর ভবিষ্যতে ঢাকার বাসিন্দাদের স্বাস্থ্য আরও বড় ধরনের ঝুঁকিতে পড়বে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর