Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭

গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক।

ঢাকা: বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক চলে সকাল ১২টা পর্যন্ত।

ইউরোপীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিজ্ঞাপন

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষণ, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এফএন/ইআ

ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর