ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিকে যুগোপযোগী করতে হলে ধ্যান-ধারণায় পরিবর্তন আনতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়, আর তা ধারণ করতে না পারলে দেশ গড়ার লক্ষ্যে সফল হওয়া যাবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। গৎবাঁধা রাজনীতি দিয়ে আর চলবে না। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হলে নতুন নতুন ধারণা নিয়ে সামনে আসতে হবে।’
তিনি উল্লেখ করেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, যা রাজনীতিতে প্রতিফলিত করতে না পারলে আগামী দিনে সফল হওয়া সম্ভব নয়।
স্পোর্টসকে গণতান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা রাজনীতির গণতান্ত্রিকরণের কথা বলি, কিন্তু স্পোর্টসের গণতান্ত্রিকীকরণের কথা বলি না। প্রত্যেক মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে খেলাধুলাকেও গণতান্ত্রিকীকরণ করতে হবে।’
তিনি আরও বলেন, তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিংসহ সব ধরনের খেলাধুলায় প্রতিভাবান তরুণদের সুযোগ সৃষ্টি হবে।
স্পোর্টসকে সফট পাওয়ার আখ্যা দিয়ে আমীর খসরু বলেন, ‘বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশও স্পোর্টসের মাধ্যমে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশের খেলাধুলায় বড় পরিবর্তন আসবে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।