Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এআই-প্রবাসী ভোট ইসির জন্য বড় চ্যালেঞ্জ: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪

‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’।

‎ঢাকা: ‎এআইয়ের অপপ্রয়োগ এবং প্রবাসীদের ভোট এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎সচিব বলেন, ‘অতীতের যেকোনো নির্বাচনের থেকে আসন নির্বাচন চ্যালেঞ্জমুখী। আমরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে চাই।’

‎আখতার আহমেদ বলেন, ‘আমরা ধাপে ধাপে কাজ করছি। খুব রাতারাতি সবকিছু হবে না। আমরা কাজ করে সবকিছু আদায় করতে চাই।’

‎ভালো নির্বাচনের বিকল্প নাই জানিয়ে তিনি বলেন, ‘এটাই আমাদের কমিটমেন্ট। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে।’ আর এক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের কোনো কৃপণতা নাই বলেও জানান সচিব।

‎এ সময় কর্মকর্তাদের বদলির ব্যাপারে তদবির না করার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ‘সবকিছুর সুবিধা-অসুবিধা থাকবে। কিন্তু কেউ তদবির করবেন না।’

‎বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ প্রমূখ।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ইসি সচিব এআই নির্বাচন কমিশন প্রবাসী ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর