Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিরুদ্ধে ৫০ লাখ যুবক যুদ্ধ করবে: আব্দুল্লাহ তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না। ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, “কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. তাহের বলেন, “ভারতের হামলার আশঙ্কা থাকলেও তা বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করবে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারব।”

বিজ্ঞাপন

তিনি জানান, যুদ্ধের ক্ষেত্রে যুবকদের অর্ধেক গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। রাসূল (সা.)-এর গাজওয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আওয়ামী লীগ ও অন্য বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও সমালোচনা করেন। তার দাবি, এরা ভারতের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না। “তখন সংগঠিত শক্তি আমরাই হবো, আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা।”

যাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তার মতে, অফিসিয়ালি যাকাত আদায় হলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। সেই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রবাসীদের অবদানের প্রশংসা করে জামায়াতের নায়েবে আমির বলেন, আন্দোলন-সংগ্রামে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা প্রাণ দিয়েছেন, কলমে লড়েছেন, ইতিহাসে তারা সম্মানের আসনে থাকবেন।

সারাবাংলা/এফএন/ইআ

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর