Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮

রাজবাড়ী: ‘মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সরদার রাজীবের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সচেতন রাজবাড়ীবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রুবেলের সঞ্চালনায় মাদকবিরোধী মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, মানববন্ধনের আয়োজক সাংবাদিক সরদার রাজিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি আরিফুল রহমান টিপু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল হক রনি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক কাজী তানভীর মাহমুদ, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, বরাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সম্রাট হোসেন ও যুবদল নেতা সজল মন্ডল রুবেল প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের মতো রাজবাড়ী জেলাও মাদকে ছেয়ে গেছে। এর কারণে তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মাদকমুক্ত সুস্থ জীবন শুধু একটি সুন্দর পরিবার উপহার দেয় না, একটি সুন্দর দেশ ও জাতি উপহার দেয়। দেশের মেরুদণ্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমরা দীর্ঘদিন ধরে অস্ত্রবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি আমাদেরকে মাদকের বিরুদ্ধেও লড়তে হবে। মাদক কে না বলুন, এই স্লোগানটা আমরা এই সময়ে উপযুক্ত মনে করছি না। আমরা মনে করছি মাদককে প্রতিরোধ করুন।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর