Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ রেলস্টেশনে চুরি হওয়া ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭

চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলস্টেশন থেকে এক যাত্রীর স্বর্ণালংকারসহ চুরি হওয়া ব্যাগ উদ্ধার এবং চোর চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

গ্রেফতাররা হলেন-সেহড়া ধোপাখোলার মো. আবুল কালামের ছেলে মো. বাবুল (৩২) ও ডেঙ্গু বেপাড়ী রোডের প্রশন্ন বনিকের ছেলে রনি বনিক (৩৫)।

বাদীর দেওয়া তথ্যমতে তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর আতিকুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বিমানবন্দর রেলস্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনায় নিজ বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় জমির মূল দলিল ও স্বর্ণালংকারসহ সঙ্গে থাকা ব্যাগটি তার সিটের ওপরে বাংকারে রাখেন। বিকেলে ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করলে স্ত্রী সন্তানদের সিটে রেখে ষ্টেশনের জিআরপি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে ট্রেনে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি নেই। ব্যাগটি খুঁজে না পেয়ে তিনি বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

চুরির ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় চুরি হওয়া জমির মূল দলিল, পরিবারের ব্যবহৃত প্রায় সাত ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকাসহ ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব।

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার ২ চুরি ময়মনসিংহ রেলস্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর