Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার সময় গুজবে কান না দেওয়ার আহ্বান র‍্যাবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৩

ফরিদপুরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে র‍্যাব-১০ এর সম্মেলন।

ফরিদপুর: পূজার সময় গুজবে কান না দিয়ে তথ্য যাচাই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করে সহায়তা গ্রহণের জন্য মন্দির কমিটির প্রতি অনুরোধ করেছে র‍্যাব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম এ কথা বলেন।

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক রয়েছে র‍্যাব। প্রতিটি পূজা মন্ডপে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তায় দায়িত্ব পালন করবে র‍্যাব।

তিনি বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রশাসনের অন্যান্য বাহিনীর সঙ্গে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ফরিদপুর ও রাজবাড়ী জেলার প্রায় ১২০০ মন্ডপে আমাদের মোবাইল নাম্বর দেওয়া হয়েছে। কোনো গোষ্ঠীর লোকজন অহেতুক গুজব ছড়িয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করতে পারে।’ এক্ষেত্রে গুজবে কান না দিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে সহযোগিতার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

কেউ কোনো ধরনের গুজব ছড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, ফরিদপুর শহরের গোয়ালচামট চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন ও মন্দির কমিটির সদস্যসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় মন্দির কমিটির সভাপতি ননী কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

দুর্গা পূজা নিরাপত্তা র‍্যাব

বিজ্ঞাপন

৫ কেজি ওজনের এক পোয়া ৮০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর