Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৮

ঢাকা: বর্তমান সময়ে আমাদের দেশের শহরগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর মধ্যে গত কয়েক বছর ধরে ঢাকাসহ বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট ও দূষণ একটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফলে হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর অন্যতম কারণ হল ব্যক্তিগত গাড়ীর আধিক্য।

বর্তমানে মাত্র ৫ শতাংশ ব্যক্তিগত গাড়ী ৭০ শতাংশ রাস্তা দখল করে আছে। বিগত কয়েক বছর ঢাকা একটানা ৯ দিন বায়ু দূষণের শীর্ষে অবস্থান করেছে। একইভাবে শব্দ দূষণেও ঢাকা বিশ্বে প্রথম ১০টি দেশের মাঝে অবস্থান করেছে। এইসব দূষণের কারণে সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে নারী, শিশু ও বয়োবৃদ্ধ ব্যক্তিরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্যোগে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং সোসাইটিতে ‘সমাজ, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আলোচনা সভার পাশাপাশি প্রতিবারের ন্যায় এবারও ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন ধরনের দেশীয় খেলার প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী এর সভাপতিত্বে এবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ এর কমিউনিকেশন অফিসার মো. মাহামুদুল হাসান এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা, এম এ মান্নান মনির, স্কুল অব লাইফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম হোসেন ও মোহাম্মদী হাউজিং সোসাইটির সভাপতি মো. আব্দুস সাত্তার মিয়া।

সভাপতির বক্তব্যে, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশের লক্ষ্যে আমাদেরকে এখনই সচেতন হতে হবে এবং এখন থেকেই ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনতে হবে। এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে হেঁটে যাতায়াতকে প্রাধান্য দিতে হবে।

আয়োজনের শুভেচ্ছা বক্তব্যে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির বলেন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এর পাশাপাশি, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়ে জনসচেতনাতা বৃদ্ধির কথা বলেন। এছাড়া শিক্ষার্থীদেরকে স্বল্প দূরত্বে হেঁটে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন।

স্কুল অব লাইফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রফেসর ড. অনুপম হোসেন বলেন, ঢাকা শহরের যানজট ও তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের কর্ঘন্টা নষ্ট হচ্ছে। যার ফলে, আমরা শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এই সকল সমস্যা হতে পরিত্রানের জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ এর পদক্ষে নেয়া জরুরি।

এছাড়াও আয়োজক সংস্থার পক্ষ থেকে মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক, কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিস এলায়েন্স, লোকাল ফিউচার, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

দূষণ যানজট

বিজ্ঞাপন

৫ কেজি ওজনের এক পোয়া ৮০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর