সিলেট: সিলেটে যানবাহন ভাঙচুরের ঘটনায় দুই মামলায় বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন এই দুই নেতা। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ) সাইফুল ইসলাম।
বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা জানান, সম্পূর্ণ ভূয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।