Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটভাঙ্গা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে, নিহত ২ ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৪

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলায় ইটভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। তারা দু’জন ওই গাড়িতে বাড়ি ফিরছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই ভাই কাজ শেষে ইটভাঙ্গার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিজ্ঞাপন

রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

মদিনা গ্রুপে চাকরির সুযোগ
৬ ডিসেম্বর ২০২৫ ১৩:২১

আরো

সম্পর্কিত খবর