Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি: চবির দুই সহকারী রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

চবি করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৩

চট্টগ্রাম ব্যুরো: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।

বরখাস্ত হওয়া দুই সহকারী রেজিস্ট্রার হলেন- চবি’র সাবেক উপাচার্য অধ্যাপক শিরীন আখতারের একান্ত সহকারী (পিএস) সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুশিবুর রহমান।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিগত প্রশাসনের সময়ে দুইজন সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন ও মুশিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

বিজ্ঞাপন