Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: জাতিসংঘ সদর দপ্তরে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের সপ্তাহের ফাঁকে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

সম্মেলনে ওআইসি’র দশ বছরের কর্মসূচীতে বাংলাদেশের অবদান উল্লেখ করে ওআইসি কাঠামোর মধ্যে কার্যকর সংস্কার, বর্ধিত সম্পদ সংগ্রহ এবং বাস্তবায়নমুখী সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা /একে/আরএস

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর