Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারানো ১০৪টি মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল রাজবাড়ী পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৪

প্রকৃত মালিকদের কাছে ফোন ফেরত দিচ্ছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: জেলার বিভিন্ন স্থান থেকে হারানো মোট ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থেকে ১৪টি, পাংশা মডেল থেকে ১২টি, কালুখালী থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ফোনগুলো মালিকদের ফেরত দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশ নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি বিশেষ টিম এ কাজে নিয়োজিত রয়েছে।”

বিজ্ঞাপন

মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আমরা ভাবিনি মোবাইল ফিরে পাব। এই উদ্যোগ পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

উদ্ধার পুলিশ ফেরত মালিক মোবাইল রাজবাড়ী হারানো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর