বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধর্ষণে ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার ওই গৃহবধূ তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) অভিযুক্ত আসামি ফয়সাল বেপারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ফয়সাল বেপারী আগৈলঝাড়ার আলী হোসেন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ ঘর থেকে বের হন। এ সুযোগে ওঁৎ পেতে থাকা তিন বখাটে তার মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এরপর তারা গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে স্থানীয় দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।