Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ মোড় এলাকায় ও বিকেলে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহিদা খাতুন (৭২) ও অনিক (২২)। নিহত সাহিদা খাতুন রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিন সরদারের স্ত্রী ও অনিক খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে।

জানা গেছে , দুপুরে গোয়ালন্দ মোড় এলাকায় বাঁশ বোঝাই নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিকেলে সদর উপজেলার আলীপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অনিক আহত হয়। স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসআর

নিহত রাজবাড়ী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

আরো

সম্পর্কিত খবর