Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা ছাড়াই উজবেকিস্তান যেতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৬

ঢাকা : কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান। শনিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠকে এই চুক্তি সই করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধাদক্ষ ও দক্ষ মানবসম্পদ রফতানিসহ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে তারা আলোচনা করেন।

বিজ্ঞাপন

এছাড়া, তারা বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

ভোগান্তি দিয়ে শুরু এবারের কপ৩০
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৮

তবুও অখুশি মাহমুদুল হাসান
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৫

৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর