Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৫

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি সোশ্যাল মিডিয়া ট্রুথে এ ঘোষণা দেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে ট্রাম্প বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমের অনুরোধে, যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ড এবং অবরুদ্ধ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সুবিধাগুলো রক্ষায় আমি যুদ্ধ সচিবকে সেনা মোতায়েনের নির্দেশ দিচ্ছি। প্রয়োজনে পূর্ণ বাহিনী মোতায়েনের অনুমোদনও দিচ্ছি।’

তবে ‘পূর্ণ বাহিনী’ বলতে কী বোঝানো হয়েছে, বা কোন শহরে কত সেনা যাবে—সে বিষয়ে হোয়াইট হাউস কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

বিজ্ঞাপন

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন অভিযোগ করেন, পোর্টল্যান্ডসহ কিছু শহরে বিক্ষোভগুলো ‘অত্যন্ত সংগঠিত’ হয়ে উঠছে এবং অংশগ্রহণকারীদের আর্থিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। যদিও তার এ দাবির কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তিনি বলেন, ‘আমরা দেখছি মানুষকে বাসে করে আনা হচ্ছে। রাষ্ট্রপতি ট্রাম্প পুরো সরকারকে নির্দেশ দিয়েছেন এই সহিংসতার অর্থায়নকারীদের খুঁজে বের করতে।’

অন্যদিকে স্থানীয় নেতারা ট্রাম্পের পদক্ষেপকে উসকানিমূলক বলে উল্লেখ করেছেন। ওরেগনের সিনেটর জেফ মার্কলে অভিযোগ করেন, ‘রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে দাঙ্গা সৃষ্টি করতে এজেন্ট পাঠাচ্ছেন। তার উদ্দেশ্য হলো শহরকে বিশৃঙ্খল প্রমাণ করা।’

পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন, কংগ্রেস সদস্য ম্যাক্সিন ডেক্সটার ও স্থানীয় সিটি কাউন্সিলও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন।

ওরেগনের গভর্নর টিনা কোটেক জানান, সেনা মোতায়েন বিষয়ে হোয়াইট হাউস তার অফিসকে কিছুই জানায়নি। তিনি বলেন, ‘পোর্টল্যান্ডে কোনো জাতীয় নিরাপত্তা হুমকি নেই। আমাদের সম্প্রদায় নিরাপদ ও শান্ত।’

উল্লেখ্য, সম্প্রতি ডালাসে একটি (আইসিই) সুবিধায় বন্দুকধারীর গুলিতে কয়েকজন হতাহত হওয়ার পর ট্রাম্প এ ঘোষণা দেন। এ ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলেও পোর্টল্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পের বক্তব্য আবারও সমালোচিত হচ্ছে।

জর্জ ফ্লয়েড হত্যার পর ২০২০ সালে ট্রাম্প প্রশাসন প্রথমবার ফেডারেল এজেন্ট পাঠিয়েছিল পোর্টল্যান্ডে। সেই সময়ও সমালোচনার ঝড় উঠেছিল, এবং এখন তার নতুন ঘোষণায় আবারও বিতর্ক শুরু হয়েছে।

সারাবাংলা/এসএস

ঘোষণা ট্রাম্প পোর্টল্যান্ড মোতায়েন সেনা

বিজ্ঞাপন

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

আরো

সম্পর্কিত খবর