ভারত-পাকিস্তান যখন মাঠে নামে, উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। দুই দেশের লড়াইটা শুধু মাঠে নয়, হয় মাঠের বাইরেও। আজ এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে কে?
টি-২০ ফরম্যাটে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। দুই দলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ভারত। তারা জিতেছে ১২ ম্যাচ। অন্যদিকে পাকিস্তানের জয় মাত্র ৩ ম্যাচে।
দেশের মাটিতে পাকিস্তানকে ২ বার হারিয়েছে ভারত। পাকিস্তান অবশ্য কখনোই ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে টি-২০ ম্যাচে মাঠে নামেনি। অ্যাওয়ে ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ।
দুই দল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। এখানে ভারতের জয় ১০ ম্যাচে, পাকিস্তানের জয় মাত্র ২টি।
সবশেষ দুই দলের দেখা হয়েছে এই এশিয়া কাপেই। গ্রুপ পর্ব ও সুপার ফোর দুই দেখাতেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের বিপক্ষে এই ফরম্যাটে পাকিস্তান সবশেষ জয় পেয়েছিল ২০২২ সালের ৪ সেপ্টেম্বর। এশিয়া কাপের সুপার ফোরের সেই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল তারা।
আজ রাত ৮.৩০ মিনিটে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান।