Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
ফাইনালে কেমন হবে ভারত-পাকিস্তানের একাদশ?

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৮

দুবাইয়ের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

এশিয়া কাপের এবারের আসরেই দুইবার মুখোমুখি হয়েছেন তারা। গ্রুপ পর্ব ও সুপার ফোরের পর ফাইনালে আবারও লড়বে ভারত-পাকিস্তান। আজ রাত ৮.৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালে কেমন হবে দুই দলের একাদশ?

পুরো টুর্নামেন্টজুড়েই দাপটের সঙ্গে খেলেছে ভারত। এখন পর্যন্ত অপরাজিত আছেন তারা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করা ভারত পুরো সময়টা জুড়েই একাদশে খুব বেশি পরিবর্তন আনেনি। ফাইনাল নিশ্চিত হওয়ায় শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে কয়েকজনকে বিশ্রামে রেখেছিলেন তারা।

আজ পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তি দল নিয়েই মাঠে নামবে ভারত। ওপেনিংয়ে থাকছেন টুর্নামেন্টজুড়ে অবিশ্বাস্য ফর্মে থাকা অভিষেক শর্মা, তাকে সঙ্গ দেবেন শুভমান গিল। সূর্যকুমার যাদব নামবেন এর পরপরই। মিডল অর্ডারে থাকছেন তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, আক্সার প্যাটেল। আছেন স্পিনার কুলদিপ যাদব ও বরুণ চক্রবর্তী। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ।

বিজ্ঞাপন

ফাইনালের আগে ভারতের দুশ্চিন্তার কারণ পান্ডিয়ার ইনজুরি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে ফাইনালে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পান্ডিয়া যদি খেলতে না পারেন তাহলে তার পরিবর্তে হারসিত রানাকে দেখা যেতে পারে।

পুরো এশিয়া কাপে ধুঁকতে থাকা পাকিস্তান বেশ কয়েকবার তাদের একাদশে পরিবর্তন এনেছে। ফাইনালেও কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যর্থ সায়েম আইয়ুব এখন পর্যন্ত চারবার ডাক মেরেছেন। শেষ পর্যন্ত তাকে রেখেই একাদশ ঘোষণা করবে কিনা পাকিস্তান, সেটাই এখন দেখার বিষয়।

ওপেনার ফাখার জামান ও সাহিবজাদা ফারহানের থেকে উড়ন্ত সূচনা চাইবে দল। হুসাইন তালাত, সালমান আঘা, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফরা সামলাবেন মিডল অর্ডার।

পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিনে পাকিস্তানের ভরসা আবরার আহমেদ।

সারাবাংলা/এফএম

একাদশ এশিয়া কাপ ২০২৫ ফাইনাল ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর