Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫

ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের সংলাপে অংশ নিয়েছেন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) আগারগাওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১টার আগে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অধীনে অংশীজনের সঙ্গে এটা প্রথম মত বিনিময়।

‎জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের সদস্য ও বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে।

বিজ্ঞাপন

‎সকালের সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচায অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানসহ অনেকেই উপস্থিত আছেন।

সংলাপ নিয়ে আরও জানা গেছে, ইসিতে অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনি সংলাপে বসবে।

‎আজ থেকে শুরু হওয়া এ সংলাপ অক্টোবর মাস জুড়ে চলবে।‎ সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখা যাবে।

‎সারাবাংলা/এনএল/ইআ

ইসির সংলাপ সুশীল সমাজ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭

আরো

সম্পর্কিত খবর