Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান-আড্ডায় অনুষ্ঠিত রেডমি ১৫ পাওয়ার নাইট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩

ঢাকা: অদম্য শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে অনুষ্ঠিত হয়েছে শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নতুন রেডমি ১৫-এর মূল ফিচার তুলে ধরতে, যেখানে আছে অফুরন্ত ব্যাটারি আর শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি আকর্ষণীয় সংমিশ্রণ।

অনুষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় কন্টেন্ট নির্মাতাদের মিলনমেলায় পরিণত হয়। জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাবের উপস্থাপনায় গানে গানে মাতিয়ে তোলেন প্রীতম হাসান ও জেফার।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির, তাসরিফ খান, মাশা, পারশা, সারিকা সাবা, স্যাম জোন, এবং তুষার, ওয়াহিদ, সোহাগ মিয়াসহ জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা। গান শোনা ও আড্ডার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পর্বে অংশ নিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তাঁরা। অতিথিরা শাওমির নতুন স্মার্টফোন রেডমি১৫ এর প্রশংসা করেন এবং এরজন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। তারা শাওমির বিভিন্ন পণ্য, উদ্ভাবন এবং শক্তিশালী বিক্রয়োত্তর সেবার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ১৫ পাওয়ার নাইট ছিল অফুরন্ত শক্তি, সৃজনশীলতা আর আমাদের কমিউনিটির প্রাণশক্তিকে উদযাপনের এক অনন্য উৎসব। জীবনের সবচেয়ে ব্যস্ত আর উজ্জ্বল মুহূর্তগুলোতে পাশে থাকার জন্য রেডমি ১৫, ঠিক তেমনি এই সন্ধ্যা ছিলো শক্তি, ভালোবাসা আর ভোলা যায় না এমন অভিজ্ঞতার প্রতিচ্ছবি।’

‘আমাদের অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে ও হাই রেজ্যুলেশনের ক্যামেরার স্মার্টফোনে কনটেন্ট বানানো এখন আরও সহজ। এ আয়োজনটি কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াস বলা যায়।’

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এই স্মার্টফোনটিতে বিশাল ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সমন্বয়ে দারুণ পারফরম্যান্স দিচ্ছে ডিভাইসটি, যা ইতোমধ্যেই টেকপ্রেমীদের নজর কাড়ছে। পাশাপাশি যেকোনো ভিডিও কনটেন্ট কিংবা অ্যান্ড্রয়েড গেমস উপভোগ করা যাবে একদম ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। কারণ এতে রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফো

সারাবাংলা/ইএইচটি/ইআ

রেডমি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭

আরো

সম্পর্কিত খবর