Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ সচিবের অপসারণের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগ-এর সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ একই বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’।

এ দাবিতে রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কিছুসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে অবস্থান নেন। এ সময় দাবির সপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

সংগঠনের সভাপতি মো. বাদিউল কবীর এ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বলে জানা যায়।

‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর অন্যান্য দাবির মধ্যে রয়েছে- নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন এবং ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ইত্যাদি।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বলছেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক।

প্রসঙ্গত: এর আগে গত জুনে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার।

সারাবাংলা/আরএস

অর্থ সচিবের অপসারণ দাবি সচিবালয়ে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর