এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে হংকং। ৯ অক্টোবর দেশের মাটিতে হংকংয়ের বিপক্ষে লড়বেন হামজা-জামালরা। এই ম্যাচকে সামনে রেখে সমর্থকদের আগ্রহ টিকিট নিয়ে। আজ জানা গেল কীভাবে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট।
৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-হংকং। বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে আজ জানানো হয়েছে, ম্যাচটিতে সামনে রেখে আজ থেকেই অনলাইনে ছাড়া হয়েছে টিকিট।
কুইকেস্ট ডট মির বাংলাদেশ-হংকং ম্যাচের ইভেন্টের সাইটে পাওয়া যাবে ম্যাচের টিকিট। বাফুফে বলছে, অনলাইনে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন।
এশিয়ান কাপের বাছাইপর্বের সি গ্রুপে এই মুহূর্তে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ভারত।
হংকংয়ের মাটিতে বাংলাদেশ ফিরতি লেগ খেলবে ১৪ অক্টোবর।
টিকিট পাওয়ার লিংক- https://bff.quicket.me/event/afc-bangladesh-vs-hong-kong