Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক: যা বললেন গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘ইইউ প্রতিনিধিদল বর্তমানে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জামায়াতের সঙ্গে তাদের এ সাক্ষাৎ হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা দেশের ৬৪ জেলাতেই পর্যবেক্ষণ কার্যক্রম চালাবেন।’

বিজ্ঞাপন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আমিরে জামায়াত নির্বাচন শুধু পর্যবেক্ষণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করেন।’

প্রবাসী ভোটারদের বিষয়ে ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান জানিয়েছেন—নির্বাচন কমিশন এরইমধ্যে এ বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। জামায়াত মনে করে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে নির্বাচন প্রক্রিয়া আরও গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক হবে।’

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা প্রসঙ্গে ইইউ প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার জানান, জামায়াত সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে তিনি আরও বলেন, “আমিরে জামায়াত ইউরোপীয় ইউনিয়নের কাছে জানিয়েছে, জুলাই সনদের ভিত্তিতেই তারা নির্বাচনে যাওয়ার পরিকল্পনা করছে।”

বিজ্ঞাপন

৭১ বছর বয়সে রেখার বড় চমক!
১৮ নভেম্বর ২০২৫ ১৫:৫২

আরো

সম্পর্কিত খবর