Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশিকে মারধর করে গরু নিয়ে গেল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪

‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত।

‎লালমনিরহাট: ‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে মারধর করে গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে ‎জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় ৮৩০ নম্বর মেইন পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের পুত্র জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় মারধর করে বিএসএফ।

‎এ সময় এলাকাবাসী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফের) উপর চড়াও হলে তারা বন্দুকের ভয়-ভীতি দেখিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু নিয়ে যায়।

‎রহমতপুর এলাকার সেলিম রেজা বলেন, এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

‎বিজিবির -৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ দুটি গরু নিয়ে গেছে। ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

গরু চুরি পাটগ্রাম সীমান্ত বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর