লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে মারধর করে গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় ৮৩০ নম্বর মেইন পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের পুত্র জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় মারধর করে বিএসএফ।
এ সময় এলাকাবাসী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফের) উপর চড়াও হলে তারা বন্দুকের ভয়-ভীতি দেখিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু নিয়ে যায়।
রহমতপুর এলাকার সেলিম রেজা বলেন, এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
বিজিবির -৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ দুটি গরু নিয়ে গেছে। ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
বাংলাদেশিকে মারধর করে গরু নিয়ে গেল বিএসএফ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৪
সারাবাংলা/জিজি