Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালুকায় আগুনে পুড়ল ১৮ ঘর, দগ্ধ হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাসার ভেতরের আসবাবপত্র। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় আগুনে ১৮টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় রফিকউল্লাহ রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রফিকউল্লাহ রহমান ময়মনসিংহের হালুয়াঘাটের বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সকাল ৯টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে
ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রফিকউল্লাহ নামে একজনের মৃত্যু হয়। পরে মৃতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নেওয়া হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর