Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ওহাব মোল্লা।

ফরিদপুর: ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা আব্দুল ওহাব মোল্লাকে  (৪২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন।

রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল ওহাব মোল্লা জেলার সদর উপজেলার চর কৃষ্ণনগর গ্রামের ছাবের মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার চর নারায়ণদিয়া গ্রামের রুহুল মোল্লার মেয়ে রেবেকার সঙ্গে আসামি সদর উপজেলার চর কৃষ্ণনগর গ্রামের ওহাব মোল্লার বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পরে তাদের বিচ্ছেদ হলে রেবেকা অন্যত্রে বিয়ে করেন। রেবেকার দুই মেয়ে বাবা ওহাব মোল্লার বাড়িতেই বসবাস করে আসছিলেন। এমতাবস্থায় আসামি আব্দুল ওহাব মোল্লা তার বড় মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে নানা ভয়-ভীতি দিয়ে ধর্ষণ করেন। ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি রাতে ফের ধর্ষণ করলে বড় মেয়ে ফোনে বিষয়টি তার মাকে জানায়। এই ঘটনায় রেবেকা বাদী হয়ে কোতয়ালী থানায় ওহাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ধর্ষণের শিকার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য তদন্ত শেষে ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়ে জানান, বাবার বিরুদ্ধে ১৩ বছরের শিশু মেয়েকে ধর্ষণ মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ বিজ্ঞ আদালত এই রায় দেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী রেবেকা বেগম।

সারাবাংলা/জিজি

আমৃত্যু কারাদণ্ড মেয়েকে ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

যাযাবর মেঘ
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮

অতীতের মতো নির্বাচন হবে না: সিইসি
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর