Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব আসনে ‘না’ ভোট চায় টিআইবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩

-ছবি : সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই ‘না’ ভোট ব্যবস্থা রাখার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন আয়োজিত এক সংলাপে বসে এমন অভিমত ব্যক্ত করেছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

‎তিনি বলেন, ‘না’ ভোটের ব্যবস্থা যেন সব আসনেই থাকে। নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, এখনও প্রশাসনের রন্দ্রে রন্দ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে। তারা কিন্তু সুন্দর নির্বাচন হতে বাধা দেবে। এ বিষয় ইসি-কে সজাগ থাকতে হবে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, সার্বিক পরিস্থিতিতে আপনাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। গত ১৫ বছর বা এখনও ভয়োলেন্স নরমালাইজ হয়ে গেছে। নির্বাচনের সময় আপনারা এটা কীভাবে মোকাবেলা করবেন- সেটা দেখার বিষয়।

‎‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, আগেও এমন সংলাপে এসে ভালো ভালো কথা বলেছিলাম, কিন্তু সেগুলো আমলে নেয়া হয় নি। এখনও এসেছি, কতটুকু রাখা হবে- সেটা সময় বলে দিবে। তবে ডাকা হয়েছে, আলোচনা হচ্ছে এটা ভালো। আসুন আগামী নির্বাচন সবাই মিলে এমনভাবে করি, যেটা সুন্দর নির্বাচনের উদাহরণ হয়ে থাকে।

‎কবি মোহন রায়হান বলেন, এখনও প্রশাসনের রন্দ্রে রন্দ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে। তারা কিন্তু সুন্দর নির্বাচন হতে বাধা দেবে। এই বিষয় ইসিকে সজাগ থাকতে হবে।

‎বিজিএমইএ’র পরিচালক রশিদ আহমেদ হোসাইনি বলেন, শুধু ঋণ খেলাপিদের না, যারা অর্থ পাচারকারী তারাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে আইন করতে হবে।

বিজ্ঞাপন

‎ ‎সারাবাংলা/এনএল/আরএস

Remove term: নির্বাচন কমিশন অয়োজিত সংলা নির্বাচন কমিশন অয়োজিত সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর