এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে দেখা হয়ে গেল ভারত-পাকিস্তানের। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের লড়াইয়ে জিতেছেন সূর্যকুমার যাদব। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
এবারের এশিয়া কাপের শুরুতে তাদের ম্যাচ নিয়ে ছিল বড় শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত।
সুপার ফোরেও দেখা হয়ে যায় ভারত-পাকিস্তানের। সেবারও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান।
টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে দুইবার বাদ পড়ার দ্বারপ্রান্তে থেকেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান।
আজকের ঐতিহাসিক এই ফাইনালে শেষ হাসি হাসবে কে?