Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৯

পূজা মণ্ডপ।

ময়মনসিংহ: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী পূজোর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

রোববার সকালে মন্ডপে মন্ডপে চন্ডিপাঠের মাধ্যমে চলে ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় মহাষষ্ঠীর ‘বোধন’, দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। দেবীকে মণ্ডপে অধিষ্ঠিত করা হবে। ঢাক-ঢোল, কাসর, ঘন্টা, উলুধ্বনি, শঙ্খধ্বনির ও মন্ত্রপাঠের আওয়াজে উৎসবের আমেজ লেগেছে জেলার প্রতিটি মণ্ডপে।

হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা—এই তিন পর্ব মিলেই দুর্গোৎসব। এবার জেলায় ৭৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর সিটি
কর্পোরেশনের ৮৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকামতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য-শ্যামলা হয়। দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে। আর দোলায় দেবীর গমনকে মহামারি বা মড়কের ইঙ্গিত ধরা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

শারদীয় দুর্গাপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর