চট্টগ্রাম ব্যুরো : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১৮ ঘন্টা করে পাঁচদিন সকল ধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে নগর পুলিশ। তবে আমদানি-রফতানি পণ্য পরিবহনে যুক্ত যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তিন টন ও তার চেয়ে বেশি ওজনের ট্রাক কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি, ডাম্প ট্রাকসহ সকল ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। তবে আমদানি-রফতানি পণ্য পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তাদের নগরীর অভ্যন্তরে প্রবেশ না করে আউটার রিং রোড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্গাপূজায় পূজারী, দর্শনার্থী ও সাধারণ নাগরিকদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে এবং যানজট এড়াতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আজ (রোববার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে ভক্ত-দর্শনার্থীদের ভিড় শুরু হবে মূলত মহাসপ্তমীর দিন আগামীকাল (সোমবার) থেকে। বৃহস্পতিবার দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি হবে। তবে পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রতিমা বিসর্জনের কার্যক্রম সেদিনও থাকবে বলে ধারণা করা হচ্ছে।