Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমর একুশে বইমেলা স্থগিত

সারাবাংলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৫

বাংলা একাডেমি। ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে অমর একুশে বইমেলা এগিয়ে ১৭ ডিসেম্বরে এনেছিল বাংলা একাডেমি। তবে সেই তারিখেও হচ্ছে না এবারের বইমেলা। এবার ঘোষিত নতুন তারিখের বইমেলাও স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলা এগিয়ে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর