শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে ৬ বছরের শিশু তায়েবা হত্যার ঘটনায় আপন চাচিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সখিপুর বাজারে স্থানীয় জনতা মানববন্ধন করেন। মানববন্ধনে তারা দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
নিহত তায়েবা ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুল নাজাত মাদরাসার নার্সারী শ্রেণি শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তায়েবা বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ হওয়ার দুই দিন পর শুক্রবার সকালে বাড়ির পাশে মেসবাহউদ্দীন মোল্লা নামে এক ব্যক্তির বাসার সেপটিক ট্যাংক থেকে তায়েবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ওই রাতে শিশু তায়েবার চাচি আয়েশা বেগম এবং প্রতিবেশী নাসিমা ও আসিফকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
নিহত শিশু তায়েবার বাবা টিটু সরদার অভিযোগ করে বলেন, ‘তার বড় ভাই সাহান সরদারের স্ত্রী আয়েশা বেগম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
তিনি জানান, বড় ভাই সাহান সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে তারা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতেন।
টিটু সরদার তার মেয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও আসামিদের কঠোর শাস্তি দাবি করেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ওসি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।