Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআর পরামর্শক কমিটি বিলুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

ঢাকা: সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষন কান্তি দাশের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৯ অক্টোবর ২০২৪ সালে গঠিত জাতীয় রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত করা হল।’

জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করার উদ্দেশ্যে জারি করা অধ্যাদেশে এই কমিটির সুপারিশ ঠিকমত প্রতিফলিত হয়নি বলে এক সদস্য মন্তব্য করেন। এর পর দিন এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পরামর্শক কমিটির সদস্য ফরিদ উদ্দিন শনিবার এক রাউন্ড টেবিল আলোচনায় বলেন, এনবিআরকে দুই ভাগ করে আলাদা দুটি বিভাগ গঠনের প্রক্রিয়ায় যদি ‘বিদ্বেষ’ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তা জাতির জন্য ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে।

গত বছরের অক্টোবর মাসে গঠিত পাঁচ সদস্যের পরামর্শক কমিটি এনবিআরের সংস্কার প্রস্তাব এবং রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কারের জন্য বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করে আসছিল। তবে গত ১২ মে রাতে সরকার এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে, যা এনবিআর কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও আন্দোলনের জন্ম দেয়।

এনবিআরের কর্মীরা আন্দোলন করে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে, কলমবিরতি ও কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেন। তাদের দাবি ছিল, এনবিআরের শীর্ষ পদে প্রশাসন ক্যাডার থেকে আসা সচিবদের নয়, বরং বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হোক। আন্দোলনের প্রভাবে সরকার অধ্যাদেশ বাস্তবায়ন থেকে সরে আসে এবং সংশোধনের প্রতিশ্রুতি দেয়।

সারাবাংলা/ইএইচটি/এসআর

এনবিআর কমিটি বিলুপ্ত সংস্কার কমিটি

বিজ্ঞাপন

এনবিআর পরামর্শক কমিটি বিলুপ্ত
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২

আরো

সম্পর্কিত খবর