শেষ ওভারের শ্বাসরুদ্ধকর এক জয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। তবে চ্যাম্পিয়ন হয়েও এশিয়া কাপের ট্রফি হাতে নেয়নি ভারত! অবিশ্বাস্য হলেও সত্যি, ট্রফি ছাড়াই উদযাপন করেছে এবারের চ্যাম্পিয়নরা!
কিন্তু এমন অদ্ভুতুড়ে কাণ্ড কেন ঘটালেন সূর্যকুমার যাদবরা? মূলত ভারতীয় দল এমনটা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কারণে। পাকিস্তানের নাকভির হাতে ট্রফি ও মেডেল নেবে না ভারত, গুঞ্জনটা ছিল ম্যাচ শেষ হওয়ার পর থেকেই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে নাকভির হাত থেকে ট্রফি ও মেডেল নেওয়ার কথা ছিল জয়ী দলের অধিনায়কের। কিন্তু ভারত যেহেতু তার হাত থেকে ট্রফি নিয়ে অস্বীকৃতি জানায়, তাই মঞ্চ থেকে বের হয়ে যান নাকভি।
নাকভি বেরিয়ে যাওয়ায় আর ট্রফি ও মেডেল নেওয়া হয়নি সূর্যকুমারের। ট্রফি না নিয়েই তাই অদ্ভুতভাবে শিরোপা উদযাপন করে পুরো ভারতীয় দল!
ট্রফি ছাড়া কোন বিজয়ী দলের এমন উদযাপন খুব সম্ভবত প্রথমবারের মতো দেখল ক্রিকেট বিশ্ব!