সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সংগীত ও নাট্যশিল্পী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে।
শামিমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের বড়বাজার সড়ক সংলগ্ন মার্কেট এলাকার শওকত হোসেনের মেয়ে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ ছাড়াও, তিনি সাতক্ষীরার স্বনামধন্য বর্ণমালা একাডেমির পরিচালক।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।