এক টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয়েছেন তারা। তিনবারই ভারতীয় দল তাদের সঙ্গে হাত মেলায়নি। এশিয়া কাপের ফাইনালে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা বলেছেন, এবারের এশিয়া কাপে ভারত ক্রিকেটের বড় অসম্মান করেছে।
গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল; এক এশিয়া কাপে তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। কাশ্মীর ইস্যুতে প্রতিবারই টসের সময় ও ম্যাচশেষে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। পুরো টুর্নামেন্টজুড়েই এই ঘটনা বড় বিতর্কের জন্ম দিয়েছে।
আঘা জানিয়েছেন, হাত না মিলিয়ে শুধু পাকিস্তান নয়, পুরো ক্রিকেটের অসম্মান করেছে ভারত, ‘এই টুর্নামেন্ট ভারত যা করেছে সেটা খুবই হতাশাজনক। তারা হাত না মিলিয়ে শুধু আমাদের নয়, পুরো ক্রিকেটের অসম্মান করেছে। একটা ভালো কখনোই এমনটা করবে না। আমরা ট্রফির সঙ্গে ছবি তুলেছি শুধুই ক্রিকেটের স্বার্থে। আমরা মেডেলও নিয়েছি। আমি শক্ত ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা সবাইকে অসম্মান করেছে।’
সবার সামনে হাত না মেলালেও টুর্নামেন্টের শুরুতে সূর্যকুমার তার সঙ্গে ব্যক্তিগতভাবে হাত মিলিয়েছেন, দাবি আঘার, ‘টুর্নামেন্টের শুরুতে যখন আমাদের দেখা হয়, সে কিন্তু হাত মিলিয়ে, কথাও বলেছে। শুধু ক্যামেরার সামনে সে হাত মেলাতে চায়নি। আমি জানি সে হয়তো দলের ওপরে আসা নির্দেশটাই পালন করছে। কিন্তু চাইলে সে হাত মেলাতে পারত।’