ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সোমবার সকালে এ তথ্য জানায়।
এ লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসেও জানানো হয়েছে, আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।
এদিকে মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে ওই লঘুচাপের কেন্দ্র থেকে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমের শেষ ভাগে বঙ্গোপসাগরে লঘুচাপ ও নিম্নচাপ তৈরি স্বাভাবিক বিষয়। তবে এর প্রভাবে বৃষ্টিপাত ও সামুদ্রিক অস্থিরতা বাড়তে পারে। তাই জেলেসহ উপকূলীয় অঞ্চলের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।