ঢাকা: রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এনবিআর জানায়, বিদ্যমান বন্ড ব্যবস্থার শর্ত পূরণ করতে না পারা রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোও এ প্রজ্ঞাপনের আওতায় কাঁচামাল আমদানি করতে পারবে। শুল্কমুক্ত সুবিধা পেতে আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।
সংস্থাটি আশা করছে, এ উদ্যোগের ফলে বন্ড লাইসেন্স না থাকা স্বত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। একইসঙ্গে রফতানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক রফতানি বাণিজ্য সম্প্রসারিত হবে।