Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩

বৈঠকে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

‎বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তা ঘিরে কমিশনের প্রস্তুতি, ভোটের পরিবেশ, অংশগ্রহণমূলক নির্বাচন এবং আন্তর্জাতিক মানদণ্ডসহ নানা বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে।

‎যুক্তরাজ্য বরাবরই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা ও অংশগ্রহণমূলক ভোটের পক্ষে অবস্থান নিয়ে থাকে। তাই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন সামনে রেখে এই বৈঠককে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

‎এর আগে, গত ১০ মে প্রথমবারের মতো সিইসির সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

বৈঠক ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিইসি

বিজ্ঞাপন

স্বর্ণের বারসহ পাচারকারী নারী আটক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

আরো

সম্পর্কিত খবর